লকডাউন অভিমান

1033
সিগমা আউয়াল

যখন ভালোবাসার কথা বললে
তখন শহর জুড়ে লকডাউন
এই হৃদয় ছুটে যেতে চায়
মুক্ত সরোবরে তোমার কাছে,
কিন্তু রেড জোন এ্যালার্ট তখন।

তৃষ্ণার্ত দু’টি চোখ ভরা পূর্ণিমা
খেলা করে পলাশের বনে,
খসে পড়ে ধুমকেতু
গ্রহ হয় কক্ষচুত্য
আকাশে ছড়িয়ে অসংখ্য
রূপালী নক্ষত্র

নিস্ফল কবিতাগুলো অভিমানে
শুধু পড়ে রয় টেবিলের উপর।

#

রূপশ্রী/এএসআর