কারাতে প্রতিযোগিতায় ইরানের ৯ স্বর্ণ ৩ ব্রোঞ্জ পদক

250

ঢাকা, রূপশ্রী ডেস্ক:
রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ইরানের নারী কারাতে দল। তারা ৯টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক পদক জিতে দেশে বিদেশে প্রশংসায় ভাসছে ইরানের নারী কারাতে দল।
তিনটি ভিন্ন বয়স গ্রুপের প্রতিযোগিতায় অংশ নিয়ে
ইরানের পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় অনুষ্ঠিত তিনটি ভিন্ন বয়স গ্রুপের এই কারাতে প্রতিযোগিতায় ৯টি দেশের ৭৫৮ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছে, রাশিয়া, তুরস্ক, মিশর, ইরান, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান ও উজবেকিস্তান।
রাশিয়ার আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ইরানের স্বর্ণপদক জয়ী যে নয় নারী ক্রীড়াবিদ হলেন, সগার জানদাকি, গাজাল ফাতহি, জাহরা রেজাযাদে, এলিনা সাফাজু, মাহলা সেদাকাত, ইয়ালদা নাকি বিরানাভান্দ, ফাতেমা জাহরা সাঈদাবাদি, মেহরনেগার আহমাদি এবং হানানে সালেহি।

এছাড়া, রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় যে তিন ইরানি নারী ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক জয় করেছেন তারা হলেন, পারমিস আলীপুর, মারিয়াম গোরজিন এবং ফাতেমা বাদ্দাক।