রূপশ্রী ডেস্কঃ
শনিবার, ২৩ মে ২০২০ ঢাকা
প্রতিটি মানুষই সৌন্দর্য সচেতন আর সৌন্দর্যের বাহ্যিক প্রকাশ ঘটে চেহারার, তাই প্রত্যেকেই চাই একটি সুন্দর মুখ যার মূলে রয়েছে সুস্থ ত্বক । শারীরিক,মানসিক, বাহ্যিক বিভিন্ন কারনে আমাদের ত্বক তার স্বাভাবিক উজ্জলতা হারিয়ে বিবর্ণ হয়ে যায়। আজকে সেই বিবর্ণ ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার কিছু সহজ ঘরোয়া ফেইস প্যাক বলব, যাতে ঘরে বসে সহজেই আমরা নিজেদের ত্বকের যত্ন নিতে পারি।
১। দুধ / টক দই এর সাথে কাঁচা হলুদ বাটা মিশিয়ে মিনিট পাঁচেক মুখে রেখে এরপর ধুয়ে ফেলুন। .
২। চন্দন গুড়ো সাথে একটু শঙ্খ গুড়ো মিশিয়ে মিনিট পাঁচেক মুখে রেখে ধুয়ে ফেলুন।
৩। বেসন ও কাঁচা হলুদ বাটা মিশিয়ে ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৪। এক চামচ কাঁচা দুধ এর সাথে এর চামচ মধু ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ঘুমাতে যাবার আগে এটা ব্যবহার করলে ত্বকে গ্লো আসবে। দুধ এবং লেবুর রস ত্বকের ময়লা পরিষ্কার করে দেয় এবং লেবু ব্লীচের একটি প্রধান উপাদান। এটি মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
৫। ১/২ টেবিল চামচ খাঁটি মধু , ১ টেবিল চামচ টক দই , ১ টেবিল চামচ শশার রস, ১ টেবিল চামচ আলুর রস মিক্স করে ফেইসে লাগান। ৩০ মিনিট রেখে , এরপর ৫ মিনিট ভালোভাবে মাস্যাজ করে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে তিনদিন ব্যবহার করতে হবে।
৬। ১ টেবিল চামচ মুগ ডালের বেসন, ১ টেবিল চামচ গুড়া দুধ, ১/২ টেবিল চামচ খাঁটি মধু, ১/২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ তরল দুধ মিক্স করে ফেইসে লাগান। এই প্যাক ফেইসে শুকাতে দেয়া যাবে না , পাচ মিনিট পর পর বেচে যাওয়া প্যাক একটু একটু করে ফেইসে লাগাতে হবে যাতে প্যাক টা স্কিনে ভেজা ভেজাই থাকে । ২৫ মিনিট পর স্কিন ৫-৭ মিনিট ভালো ভাবে মাস্যাজ করে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিনদিন ব্যবহার করতে হবে।
৭। ১ টেবিল চামচ মালাই ( দুধের সর ), ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ গুড়া, ৩ টেবিল চামচ গোলাপজল মিক্স করে ফেইসে লাগিয়ে ৫ মিনিট পর মাস্যাজ করতে আরম্ভ করুন। মাস্যাজ করতে করতে ১০ থেকে ১৫ মিনিট পর প্যাক আসতে আসতে ঝরে পড়বে স্কিন থেকে। এভাবে মাসাজ করে করেই স্কিন ক্লিন করে ফেলতে হবে। সাথে সাথে স্কিন পানি দিয়ে ধোয়া যাবে না, ২ ঘণ্টা পর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এবং ১৪ ঘণ্টার মধ্যে কোন সাবান বা ফেসওয়াশ ফেইসে ইউস করা যাবে না। এটা সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে , শুষ্ক ত্বকের জন্য বেশি ভালো।
৮। একটি বাটিতে ১ টি পাকা কলা পিষে নিয়ে এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পরিস্কার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে এরপর ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
৯। একটি বাটিতে ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ গোলাপজল এবং ২ টেবিল চামচ শসার রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা ত্বকের রোদেপোড়া লালচে ভাব দূর করে।
১০। ২ টেবিল চামচ আটা, আধা চামচ হলুদ, ১ টেবিল চামচ লেবুর রস এবং একটু দুধ একসাথে ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে এটাকে ৫ মিনিট মুখে ঘষে ঘষে লাগিয়ে রাখুন, এরপর শুকানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখের ময়লা কেটে গিয়ে মুখ উজ্জ্বল দেখাবে।
১১। এক চামচ কাঁচা দুধ এর সাথে এর চামচ মধু ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ঘুমাতে যাবার আগে এটা ব্যবহার করলে ত্বকে গ্লো আসবে। দুধ এবং লেবুর রস ত্বকের ময়লা পরিষ্কার করে দেয় এবং লেবু ব্লীচের একটি প্রধান উপাদান। এটি মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
১২। রোদে পোড়াভাব দূর করার জন্য ত্বকে আলুর রস লাগান, এতে তাৎক্ষনিকভাবে মুখের উজ্জ্বলতা ফিরে আসে।
রূপশ্রী/এম